কেন্দুয়ায় ফুলকলি বিদ্যা নিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- আপডেট সময় : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:“শৃঙ্খলাবোধ ও চরিত্র গঠনই শিক্ষার মূল উদ্দেশ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফুলকলি বিদ্যা নিকেতনের উদ্যোগে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শনিবার (২ মার্চ) আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেন মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ফুলকলি বিদ্যা নিকেতনের পরিচালক ভানু চন্দ্র ভদ্রের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও সঙ্গীত শিল্পী সুসেন সাহা রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (পিপিএম) মো: এনামুল হক, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঞা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো: আসাদুজ্জামান, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, সায়মা শাজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র ভদ্র, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে স্বাগত বক্তব্য রাখেন, ফুলকলি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আবু সাঈদ মিল্কী।
অনুষ্ঠান সবশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বিজয়া সরকার, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার, কবি দ্বীপান্বিতা খান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।