মর্নিংসান এডুকেয়ার এন্ড প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেন,বিশেষ প্রতিনিধি:-
শনিবার ২রা মার্চ রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২৩ তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
শনিবার ২রা মার্চ সকাল ১০টায় মর্নিংসান এডুকেয়ার এন্ড প্রি- ক্যাডেট স্কুলের আয়োজনে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের সভাপতি জনাব রোমান বেপারি ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।
মার্চ পাস্ট শেষে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুলের সম্মিলিত দল। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
এ সময় শিক্ষার্থীরা নানা রকমের ক্রীড়া কৌশলী পরিবেশন করেন এরপর অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি আয়োজনে শিশুদের নানান রকম খেলাধুলায় উৎসবমুখর হয়ে ওঠে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ । শিশুদের খেলাধুলার মধ্যে ছিল মারবেল কুড়ানো , দীর্ঘ লাফ, গুপ্তধন খোজা , মোরগ লড়াই , বস্তা দৌড়,ব্যাঙের লাফ , ভারসাম্য দৌড় ইত্যাদি ।
মহিলা অভিভাবকদের জন্য জনপ্রিয় খেলা সতিনের ছেলে কার কোলে । খেলাটি সকলের উপভোগের প্রাণকেন্দ্র হয়ে ওঠে ।পুরুষ অভিভাবকদের জন্য ছিল গোলপোস্টে বল নিক্ষেপ ।
বিকাল সাংস্কৃতিক অনুষ্ঠান এ ছিল নাচ , গান , কৌতুক ।
কবির ভাষায় মুগ্ধতার সুরে বলি ,গরজে বরিষে মেঘদল গাইছে,
ঝমঝম নৃত্যে কিশোরী নাইছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকরা বলেন প্রতিবছর অপেক্ষায় থাকি এদিনটির জন্য ।
মর্নিংসান এডুকেয়ার এন্ড প্রি- ক্যাডেট স্কুলের অনুষ্ঠান আমরা সকলে উপভোগ করি ।