সংবাদ শিরোনাম ::
টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন : প্রফেসর ড.আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক টঙ্গী সুরতরঙ্গ রোডে বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হাসান উদ্দিন সরকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ আ.লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ!! টঙ্গীর ঐতিহ্যবাহী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ লি.এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৪ উপলক্ষে গাইবান্ধায় সাইকেল র‍্যালি

কবি’-শাহ্ পপি_র লেখা কবিতা “কষ্টের মলাট”

সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কষ্টের মলাট

কবি’- শাহ্ পপি।

আহ্ কত কষ্ট!
“”মন””
তুমি জানো কি সে কথা?
কষ্টের নদীর জল ছাপিয়ে দীর্ঘশ্বাসের উৎপত্তি হয়!
কষ্টের মলাটে বাধানো জীবন চিত্রের সাজানো এক একটি করে দীর্ঘশ্বাসের তীক্ষ্ণ কাহিনীতে গাঁথা আছে জীবন পাতায়।
কত কষ্ট, কত দীর্ঘশ্বাসের কত হাহাকার!!
কেউ জানে না প্রতিটি মানুষের বুকের মধ্যে কত কষ্ট, কত দীর্ঘশ্বাস!!!

মন রে মন,,
দেখেছ কি তুমি?
অন্তরে কত কষ্ট!
সবাই শুধু বইয়ের মলাটের প্রচ্ছদটি দেখে বলে বইটি খুব সুন্দর ছাপা হয়েছে,
গল্পটা হয়তো খুব ভাল হবে।
কিন্ত কেউ জানে না
বইয়ের ভিতরের কত দীর্ঘশ্বাসে পরিপূর্ণ।
কষ্টের,দীর্ঘশ্বাসের তীক্ষ্ণ গন্ধে বইটি ভরপুর।
কেউ জানে না জীবন নামক এই বইটি কারও জীবনে উপন্যাস হয়ে যায়।
প্রত্যেক মানুষের জীবনে
কষ্ট, কাঁন্না, দীর্ঘশ্বাস, হাহাকার
না পাওয়ার বেদনা লুকায়িত আছে।
আমাদের জীবনে কেউ কি আমরা পরিপূর্ণ?
কেউ না।
প্রত্যেকেই প্রতিদিন হয়তো কষ্টের, দীর্ঘশ্বাসের অথৈই সাগরে ভাসে।
কিন্ত,
কেউ দেখতে পায় না।
বইয়ের মলাটে তা চাপা পড়ে থাকে।
একেকটি প্রতিনিয়ত মানুষ কিভাবে নিজের মধ্যেই নিজেই মরে যায়,
কেউ তা দেখতে পায় না।

মন,,
তুমি কি জানো!
মানুষের বুকে কত দীর্ঘশ্বাস!
কোনও বিষন্ন ইতিহাসের এত কষ্ট বেদনার কথা মনে হয় এমন লিখা হয়নি
বুকের গভীরে
কষ্টের পাহাড়-
দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস!
যেন একখানি মৃত মানুষের অন্তহীন প্রগাঢ় কাহিনীতে ভরা।।দীর্ঘশ্বাসের পাতায় পাতায় চোখের জলে কালি হয়ে বই লেখা হয়ে যায়
কষ্টের মলাটে।।।

মানুষের জীবনে এত কষ্ট এত দীর্ঘশ্বাস এত না পাওয়ার বেদনা নীরবে কেঁদে চলে অন্তরে অন্তরে।
আহ্ কষ্ট!!
কত শত দীর্ঘশ্বাস!!!!!!!!
মন!
মন রে!!
মন আমার,,,,।।।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবি’-শাহ্ পপি_র লেখা কবিতা “কষ্টের মলাট”

আপডেট সময় : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

কষ্টের মলাট

কবি’- শাহ্ পপি।

আহ্ কত কষ্ট!
“”মন””
তুমি জানো কি সে কথা?
কষ্টের নদীর জল ছাপিয়ে দীর্ঘশ্বাসের উৎপত্তি হয়!
কষ্টের মলাটে বাধানো জীবন চিত্রের সাজানো এক একটি করে দীর্ঘশ্বাসের তীক্ষ্ণ কাহিনীতে গাঁথা আছে জীবন পাতায়।
কত কষ্ট, কত দীর্ঘশ্বাসের কত হাহাকার!!
কেউ জানে না প্রতিটি মানুষের বুকের মধ্যে কত কষ্ট, কত দীর্ঘশ্বাস!!!

মন রে মন,,
দেখেছ কি তুমি?
অন্তরে কত কষ্ট!
সবাই শুধু বইয়ের মলাটের প্রচ্ছদটি দেখে বলে বইটি খুব সুন্দর ছাপা হয়েছে,
গল্পটা হয়তো খুব ভাল হবে।
কিন্ত কেউ জানে না
বইয়ের ভিতরের কত দীর্ঘশ্বাসে পরিপূর্ণ।
কষ্টের,দীর্ঘশ্বাসের তীক্ষ্ণ গন্ধে বইটি ভরপুর।
কেউ জানে না জীবন নামক এই বইটি কারও জীবনে উপন্যাস হয়ে যায়।
প্রত্যেক মানুষের জীবনে
কষ্ট, কাঁন্না, দীর্ঘশ্বাস, হাহাকার
না পাওয়ার বেদনা লুকায়িত আছে।
আমাদের জীবনে কেউ কি আমরা পরিপূর্ণ?
কেউ না।
প্রত্যেকেই প্রতিদিন হয়তো কষ্টের, দীর্ঘশ্বাসের অথৈই সাগরে ভাসে।
কিন্ত,
কেউ দেখতে পায় না।
বইয়ের মলাটে তা চাপা পড়ে থাকে।
একেকটি প্রতিনিয়ত মানুষ কিভাবে নিজের মধ্যেই নিজেই মরে যায়,
কেউ তা দেখতে পায় না।

মন,,
তুমি কি জানো!
মানুষের বুকে কত দীর্ঘশ্বাস!
কোনও বিষন্ন ইতিহাসের এত কষ্ট বেদনার কথা মনে হয় এমন লিখা হয়নি
বুকের গভীরে
কষ্টের পাহাড়-
দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস!
যেন একখানি মৃত মানুষের অন্তহীন প্রগাঢ় কাহিনীতে ভরা।।দীর্ঘশ্বাসের পাতায় পাতায় চোখের জলে কালি হয়ে বই লেখা হয়ে যায়
কষ্টের মলাটে।।।

মানুষের জীবনে এত কষ্ট এত দীর্ঘশ্বাস এত না পাওয়ার বেদনা নীরবে কেঁদে চলে অন্তরে অন্তরে।
আহ্ কষ্ট!!
কত শত দীর্ঘশ্বাস!!!!!!!!
মন!
মন রে!!
মন আমার,,,,।।।।