জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কয়েরদাঁড়া রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালিত।
- আপডেট সময় : ০১:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
মোঃ শিবলী সাদিক রাজশাহী প্রতিনিধি:- জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং সুবর্ণলতা সংগীত বিদ্যালয় ও জননী সাংস্কৃতিক একাডেমির যৌথ আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জননী গ্রন্থাগার কক্ষে পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঙ্গের হাট মহিলা কলেজের অধ্যক্ষ মো: আসলাম আলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের সভাপতি মোহা: আব্দুর রহিম মিয়া, জননী নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি সেলিম রেজা, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা(অব:) শেখ মনিরুল ইসলাম আলমগীর, অধ্যক্ষ (অব:)রাজকুমার সরকার, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা,রাজশাহী আর্ট কলেজের সহকারী অধ্যাপক মো: রেজাউল ইসলাম, জননীর প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক রিন্টু, উপাধ্যাক্ষ মোহা: জোহরুল ইসলাম, জহির-তারিনা মাল্টিমিডিয়া প্রডাকশনের কর্ণধার জহুরুল ইসলাম জহির, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি মো : আব্দুস সাত্তার, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতারাণী মহন্ত ও সহ-সভাপতি তাহরিমা খাতুন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন প্রভাষক মো: সাহিন আলী, প্রভাষক রতন ভট্টাচার্য, সহকারী অধ্যাপক মো:মারিফিন হাসনাত খান, কবি শেখ তৈমুর আলম, আহসান হাবীব বুলবুল, মৌশিক। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো : বেলালউদ্দিন ও জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন নদী,
নাইনা,হ্যাপী,পলক,বুলবুল,শুকরিয়া, মৌশিক,হাসি। কোরআন থেকে তেলওয়াত করেন মো:মোখতার হোসেন। দ্বিতীয় পর্বে জননী গ্রন্থাগারের সদস্য মরহুম রেজাউল আহসান খোকা ও শামসুল হক এর স্মরণসভা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন তুফানী। দোয়া শেষে রোজাদার গণের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো:ইকবাল হোসেন ও রজব আলী।