দিনাজপুর সার্কিট হাউজে এনটিআরসিএ এর আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য নির্ভূল চাহিদা প্রদান বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন-2024 রবিবার দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল্লাহিল আজম।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিআরসিএ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক দিলসাদ চৌধুরী।
প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় বিভিন্ন কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ-এর উপপরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) অধ্যাপক মোঃ শাহীন আলম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিআরসিএ-এর সহকারী পরিচালক (প্রশাসন) শারমীন সুলতানা।
উক্ত কর্মশালায় দিনাজপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেন।