কবি:- সুক্রিয়া দাস_র লেখা কবিতা~”কালচে শাড়িতে নীলাম্বরী”
- আপডেট সময় : ০৫:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
“কালচে শাড়িতে নীলাম্বরী”
কবি’-সুক্রিয়া দাস
এসেছে আষাঢ় বর্ষা নেমেছে তাই,
আকাশ তার ঘন কালো উন্মুক্ত
কেশরাশি বেঁধে এলিয়ে দিয়েছে বেণী,
দুই নয়নে তার কালো কাজল,
নীল অঙ্গে সে আজ পরেছে
বিদঘুটে কালচে শাড়ি।
সেজেছে সে জমকালো বিদ্যুতের সোনালী আলোয়,
গর্জনে সে ভীষণ গুরুগম্ভীর,
ঝলমল করে ওঠে তার সারা শরীর,
স্তম্ভিত হয়ে ওঠে সারা জগৎ!
তার হুঙ্কার এতোটাই বিকট।
আকাশ এ কেমন সাজ তোমার?
নীলচে রঙের শাড়ি করলে কেন পরিহার?
নীল সাদা রঙে তুমি তো হয়ে ওঠো অপরূপা,
সৃষ্টির রানী তুমি,মস্তকে তোমার থাকবে কোমলতার শিরোপা।
এসেছে বর্ষাকাল, সাজিয়েছে তোমায় রনরঙ্গিনী সাজে,
তুমি চমকাবে, তুমিই ধমকাবে, তুমিই গর্জাবে, তুমিই বর্ষাবে,
নামবে অঝোরে বাদল ধারা,
সৃষ্টি সংসারে নামবে শীতল বারিধারা।
আকাশ, তারপর তুমি দেখবে তোমার মুখখানি
বর্ষার জলধারায়,
নীলাভ আভায় সোনালী রোদে তোমায় দেখে চোখ ফেরানো দায়,
তোমাকে দেখে মনে হচ্ছে যেনো নীল রাজকন্যা
যার সারা শরীরে আছে মণি মুক্তা আর হীরের গহনা।
তোমার ওই কালো বিদঘুটে সাজ ধুয়ে গেছে বর্ষার জলে,
তুমি আবার সেজেছ গাঢ় নীল আকাশী আঁচলে।
তোমার নীলে হারিয়ে যায় মন,
নিজেকে খুঁজি প্রতিমুহূর্তে সর্বক্ষণ….
একটা গান আজ মনে পড়ছে বার বার….
“নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ…
তুমি দেখেছো কি?
আকাশ আকাশ শুধু নীল
ঘন নীল নীল আকাশ…
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সে নিরবতা দেখছো কি?
শুনেছো কি রাত্রির কান্না
বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি”?