দিনাজপুরে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন’কে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:– ১৩ জুলাই শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন পরিদর্শনে এলে তাকে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রনজিৎ কুমার সিংহ, নির্বাহী কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, উত্তম কুমার রায়, রতন সিং, গোপেশ চন্দ্র রায়, বিমল চন্দ্র দাস, ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম, দিনাজপুর-১ আসনের এমপি জাকারিয়া জাকা, দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ মোঃ ইফতেখার আহমেদ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন মন্দির পরিদর্শন শেষে পূজা-অর্চনায় অংশগ্রহন করেন।
রাজ দোবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও নির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ ডিসি রায় শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের ধর্মীয় ইতিহাস তুলে ধরেন।