উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের/গতিশীলতা অনায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করলেন ইউএনও (সদর)
- আপডেট সময় : ০২:৫৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধ:- ২৩ অক্টোবর বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় সদর দিনাজপুরের আয়োজনে দিনব্যাপী “উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন”-শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। প্রশিক্ষণে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ময়নুল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত ও এপিএ বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন আর্থ-সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব-কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান দারিদ্র বিমোচন উপজেলা পর্যায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন। প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে সঠিক কাজে লাগাতে পারলে ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে। পরিশ্রম ছাড়া কোন মানুষের সফলতা আসতে পারে না।