নন্দীগ্রামে কুন্দারহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ই ফেব্রুয়ারি বেলা ১২টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন কুন্দারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম.আর জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
এটিএম সামছুজ্জামান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, জগদ্বীস চন্দ্র, জুলফিকার হায়দার, আশরাফুল আলম, মাওলানা আব্দুল মুমিন, আব্দুল হান্নান, সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন, গুলশানারা বেগম, মাহমুদা খাতুন, কুন্দারহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা বেগম, অভিভাবক সফিকুল ইসলাম প্রমুখ। শেষে ১৮ জন ছাত্র ও ১৭ জন ছাত্রীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।