সংবাদ শিরোনাম ::
টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন : প্রফেসর ড.আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক টঙ্গী সুরতরঙ্গ রোডে বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হাসান উদ্দিন সরকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ আ.লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ!! টঙ্গীর ঐতিহ্যবাহী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ লি.এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৪ উপলক্ষে গাইবান্ধায় সাইকেল র‍্যালি

কেন্দুয়ায় ছয়আনী দরবার শরীফের ১১২ তম আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিল আগামী ১ লা মার্চ

রুকন উদ্দিন
  • আপডেট সময় : ০৪:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:

বিসমিল্লাহির রাহমানির রাহিম, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার- শামছুল উলামা হযরত মাওলানা শাহ্ সূফী হাজী গোলাম সালমানী আব্বাসী হুগলভী (রহঃ), ফুরফুরা, ভারত মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহ্ সূফী ইছমাঈল আলী জাহাঙ্গীর নওধারী (রহঃ), রাজিবপুর, কেন্দুয়া-নেত্রকোণা, নূরে চশ্মে হযরত মাওলানা ক্বারী শাহ্ সূফী ছৈয়দ আলী আহম্মদ (রহঃ), ছয়আনী, কেন্দুয়া, নেত্রকোনা- এর স্মরণে আগামী শুক্রবার (১ মার্চ) বাদ জুমআ থেকে ফজর পর্যন্ত ছয়আনী দরবার শরীফের কেন্দুয়া পৌরসভাস্থ কেন্দুয়া নেত্রকোণায় ১১২ তম আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত বাৎসরিক মাহফিলে তা-লীম তরবিয়ত প্রদান করবেন ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:)।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা কর্নেল (অবঃ) আব্দুন নূর খাঁন, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা।

সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে বক্তব্য প্রদান করবেন, নেত্রকোণা এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাতেন, ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু সাদেক, নেত্রকোনা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো: আব্দুল্লাহ্, ভরাপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো: মাজহারুল ইসলাম, দিগদাইর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শরীফুজ্জামান জিহাদী, নেত্রকোণা জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাতের মুহতামিম হযরত মাওলানা আসআদুর রহমান আকন্দ।

ছয়আনী দরবার শরীফের শাহ্ ক্বারী (রহঃ) ফাউন্ডেশন ও ছালেকুত ত্বরীকত ইসলামী সংঘের ব্যবস্থাপনায়-

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা আবুল ফাতাহ্ মো: মহিউদ্দিন খাঁন, এম.এ. মোনায়েম খন্দকার (অধ্যক্ষ), মো: ওয়াসেক বিল্লাহ্ নোমানী (নও-মুসলিম), মো: আব্দুল্লাহ্ আল ফারুক (প্রভাষক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, মো: মহিউদ্দিন, আব্দুল কাইয়্যুম, হারুনুর রশীদ ফারুকী, আবুল কালাম আজাদ মুহতামিম, আব্দুন নূর ফারুক, মুক্তি মো: শোয়াইব আহমদ সুপারেন্টেয়, মুফতী শফিউল আলম কামাল।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন- পীরজাদা হযরত মাওলানা মুফতি ক্বারী শাহ্ মো: ফজলে এলাহী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সিরাজী, মুফতি মো: শফিকুর রহমান, হাফেজ মাওলানা মো: ফরিদ আহম্মেদ।

প্রতি বছর ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:) এঁর দর্শন নেয়ার জন্য আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিলে দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদান, আশেকান-জাকেরান ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অশেষ সওয়াবের ভাগিদার হওয়ার জন্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

ইনশাআল্লাহ এদিন সকলেই উক্ত মাহফিলে জিকিরের সাথে সাথে হাজির হয়ে আল্লাহ্ ও তাঁর প্রেরিত রাসুল (সাঃ) এঁর প্রেম ও আদর্শে জীবন গঠন করার প্রশিক্ষন প্রহন করে ইনছানী জিন্দেগীকে স্বার্থক করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ছয়আনী দরবার শরীফের পীরজাদাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন্দুয়ায় ছয়আনী দরবার শরীফের ১১২ তম আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিল আগামী ১ লা মার্চ

আপডেট সময় : ০৪:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:

বিসমিল্লাহির রাহমানির রাহিম, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার- শামছুল উলামা হযরত মাওলানা শাহ্ সূফী হাজী গোলাম সালমানী আব্বাসী হুগলভী (রহঃ), ফুরফুরা, ভারত মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহ্ সূফী ইছমাঈল আলী জাহাঙ্গীর নওধারী (রহঃ), রাজিবপুর, কেন্দুয়া-নেত্রকোণা, নূরে চশ্মে হযরত মাওলানা ক্বারী শাহ্ সূফী ছৈয়দ আলী আহম্মদ (রহঃ), ছয়আনী, কেন্দুয়া, নেত্রকোনা- এর স্মরণে আগামী শুক্রবার (১ মার্চ) বাদ জুমআ থেকে ফজর পর্যন্ত ছয়আনী দরবার শরীফের কেন্দুয়া পৌরসভাস্থ কেন্দুয়া নেত্রকোণায় ১১২ তম আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত বাৎসরিক মাহফিলে তা-লীম তরবিয়ত প্রদান করবেন ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:)।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা কর্নেল (অবঃ) আব্দুন নূর খাঁন, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা।

সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে বক্তব্য প্রদান করবেন, নেত্রকোণা এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাতেন, ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু সাদেক, নেত্রকোনা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো: আব্দুল্লাহ্, ভরাপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো: মাজহারুল ইসলাম, দিগদাইর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শরীফুজ্জামান জিহাদী, নেত্রকোণা জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাতের মুহতামিম হযরত মাওলানা আসআদুর রহমান আকন্দ।

ছয়আনী দরবার শরীফের শাহ্ ক্বারী (রহঃ) ফাউন্ডেশন ও ছালেকুত ত্বরীকত ইসলামী সংঘের ব্যবস্থাপনায়-

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা আবুল ফাতাহ্ মো: মহিউদ্দিন খাঁন, এম.এ. মোনায়েম খন্দকার (অধ্যক্ষ), মো: ওয়াসেক বিল্লাহ্ নোমানী (নও-মুসলিম), মো: আব্দুল্লাহ্ আল ফারুক (প্রভাষক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, মো: মহিউদ্দিন, আব্দুল কাইয়্যুম, হারুনুর রশীদ ফারুকী, আবুল কালাম আজাদ মুহতামিম, আব্দুন নূর ফারুক, মুক্তি মো: শোয়াইব আহমদ সুপারেন্টেয়, মুফতী শফিউল আলম কামাল।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন- পীরজাদা হযরত মাওলানা মুফতি ক্বারী শাহ্ মো: ফজলে এলাহী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সিরাজী, মুফতি মো: শফিকুর রহমান, হাফেজ মাওলানা মো: ফরিদ আহম্মেদ।

প্রতি বছর ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:) এঁর দর্শন নেয়ার জন্য আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিলে দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদান, আশেকান-জাকেরান ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অশেষ সওয়াবের ভাগিদার হওয়ার জন্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

ইনশাআল্লাহ এদিন সকলেই উক্ত মাহফিলে জিকিরের সাথে সাথে হাজির হয়ে আল্লাহ্ ও তাঁর প্রেরিত রাসুল (সাঃ) এঁর প্রেম ও আদর্শে জীবন গঠন করার প্রশিক্ষন প্রহন করে ইনছানী জিন্দেগীকে স্বার্থক করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ছয়আনী দরবার শরীফের পীরজাদাগণ।