কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, এমপি
- আপডেট সময় : ০৪:২২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
শাহীন সুলতানা , (কুলিয়ারচর) কিশোরগঞ্জ:
ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন, এমপি।
গত ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী লীগ ও নাগরিক সংবর্ধনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ীবৃন্দের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
ফুলেল শুভেচছা বিনিময় শেষে মন্ত্রীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও একটি মানপত্র তুলে দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন লিটন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল্লাহ কামালের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিণী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ওয়েশকা ইন্টারন্যাশনাল জাপান বাংলাদেশ ন্যাশনাল চ্যাপ্টার এর দ্বিতীয় ভাইস চেয়ারম্যান লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দূর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি, সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো এমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. গোলাম কিবরিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, মো. আলমগীর হোসেন, আতিকুর রহমান পরশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক রবিন মিয়া, পৌর ছাত্র লীগের সভাপতি মোবাশ্বের আলম ও সাধারণ সম্পাদক ইমন হোসেন। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা, সদস্য সচিব বদিউল আলম নাঈম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
সন্ধ্যার পর মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করে শ্রোতাদের মন কেড়ে নেয় সঙ্গীত শিল্পী কনা ও জাতীয় সঙ্গীত শিল্পীবৃন্দ।