মহিমান্বিত বরকতময় শবেবরাত আজ
- আপডেট সময় : ০৪:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
মহিমান্বিত বরকতময় পবিত্র শবেবরাত আজ রবিবার দিবাগত রাতে।শাবান মাসের ১৪ তারিখ মাগরিবের আজানের পর থেকে ফজর পর্যন্ত সময়ের রাতকে শবেবরাত বলা হয়।
শবে বরাত ফারসি শব্দ।যার বাংলায় ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবি ভাষায় শবে বরাতকে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্য রজনী। ফলে ধর্মপ্রাণ
মুসলমানগণ এই রজনীতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদত বন্দেগি করে রাত্রিটি অতিবাহিত করেন। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহ পাকের অনুগ্রহ, করুণা লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, দুরুদ- ছালাম, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে পরের দিন রোজা রাখেন, দান-খয়রাত করেন। এই রজনীতে অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন রোগ বালাট, মহামারি থেকে মুক্তির জন্য মুসলমানরা আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেন । এছাড়া অনেকেই এ রাতে মা-বাবাসহ আত্মীয়দের কবর জিয়ারত করে দোয়া করেন। ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ মাদ্রাসা বাসা বাড়িতে ধর্মপ্রাণ মুসলমানেরা। পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। মহান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে পবিত্র শবে বরাত এবং মাহে রমাদান যথাযথ মর্যাদায় পালন করার তৌফিক দান করুন এবং এই উছিলায় আমাদের ক্ষমা করে দিন।