নন্দীগ্রামে সরিষাখেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:
বগুড়া, নন্দীগ্রামে সরিষাখেত থেকে অর্ধগলিত ব্যাক্তির লাশ উদ্ধার করেন নন্দীগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ নাগাদ নন্দীগ্রাম উপজেলার, সিংজানী গ্রামে গোয়ালিয়া মাঠে একটি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে হত্যার পরে লাশটি ঘটনা স্থলে ফেলে যান দূর্বৃত্তরা।
জানা যায়, নন্দিগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের সিংজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পায় স্থানিয় এক কৃষক। ঘটনাটি নন্দিগ্রাম থানায় যানানোর পরে, ঘটনা স্থল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অর্ধগলিত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যাক্তির পড়নে ছিলো লুজ্ঞি ও গায়ে শিতের জ্যাকেট। এখন অবদি রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্নকর্তা (ওসি) মোঃ আজমগীর হোসাইন আজম সাংবাদিকদের উদ্দ্যেসে বলেন, সংবাদ পেয়ে সরিষা জমি থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে।