সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর দায়িত্ব গ্রহণ
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ- নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে আব্দুল্লাহ আল ফারুক ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালন করছিলেন।
আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস ক্যাডার হিসেবে এএসপি পদে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালীর জনগণ তার নেতৃত্বে একটি সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট মহল।