সখিপুরে গণপিটুনি দিয়ে চার চোরকে পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
মোঃ মেরাজ শিকদার,বিশেষ প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখীপুরে গণপিটুনি দিয়ে দুই নারীসহ চার চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানায় সখীপুর থানা পুলিশ।
উপজেলার আন্দি গ্রাম থেকে শনিবার দুপুরে দুটি ছাগলসহ জয়নাল আবেদীন (৫৫), শাহাদত (৩৮), সীমা আক্তার (৩০) এবং সুফিয়া (৪০) কে আটক করে গণপিটুনি দেয় জনতারা।
গণপিটুনির সংবাদ শুনে সখীপুর থানার পুলিশ তাদের চারজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তাদের চারজেনর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পুটিয়াবাড়ি হাসিনপুর গ্রামে। এ ঘটনায় ওই রাতেই সখীপুর থানায় মামলা নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মাঝেমধ্যেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু-ছাগল চুরি হয়ে যায়। শনিবার দুপুরে আন্দি বাজারের পাশে দুটি ছাগলসহ চারজন চোরকে আটক করে চিল্লা-পাল্লা করে স্থানীয়রা।
এসময় ছাগল চুরির কথা শুনলে সবাই ওই চার চোরকে বেদম মারধর করে। পরে তাদের সখীপুর থানার পুলিশের হাতে সোপর্দ করে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, গণপিটুনি দেওয়া চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।