র্যাব-১২’র অভিযান চালিয়ে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৩:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার:- সিরাজঞ্জ র্যাব-১২,এর অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন থেকে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব ১২’র পিপিএম,অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর দিকনির্দেশনায়।
গত ২৭ নভেম্বর ২০২৪ ইং সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল পাকশী রেলওয়ে জেলাধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ট্রেনের ‘ঝ’ বগিতে আসন নং- ঝঃ ৮৯ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সজল ইসলাম (২০), পিতা- মোঃ ইন্তাজ আলী, সাং- মাদারপুর, পোষ্ট- মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।